BGB Rajshahi

Instruction Info

Admission Form পূরনের নির্দেশিকা:

  1. স্কুল ওয়েব সাইটে (bgbschoolraj.edu.bd) গিয়ে Admission থেকে Online Admission Form Select করতে হবে।
  2. নির্দেশনা অনুযায়ী Admission Form পূরণ করতে হবে। এক্ষেত্রে (*) চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণকরতে হবে।
  3. Admission Form পূরণ করে Submit করলে Form has been submitted successfully দেখাবে।
  4. Login এ ক্লিক করে Form এ ব্যবহৃত User Name I Password ব্যবহার করে Login করতে হবে।
  5. Payment Option এ ক্লিক করে Payment Now এ ক্লিক করলে নতুন Window (Trust Bank Mobile Banking) আসবে যার মাধ্যমে Payment করতে হবে।

Payment এর নিয়মাবলীঃ

  1. User Account বক্স এ আপনার Trust Bank মোবাইল Account নম্বর এবং Pin বক্স এ Account এর Pin নম্বরটি বসাতে হবে। Send Authorization Code বাটনে ক্লিক করতে হবে। এতে আপনার Mobile Account এ একটি Authorization Code আসবে। যা Authorization Code বক্স এ বসিয়ে Process Transaction এ ক্লিক করলে Payment Success  দেখাবে এবং Mobile এ Confirmation SMS যাবে।

উদাহরণঃ

User Account: 8801XXXXXXXXX
PIN XXXX
Send Authorization Code

(মোবাইলে Authorization Code আসার পর)

Authorization code: XXXXXX
Process Transaction

Admit Card download করার নিয়মাবলীঃ

  1. Successful Payment এর পর Admit Card download এর জন্য স্কুল ওয়েব সাইটে Admission এ গিয়ে  Admit Card Select করতে হবে।
  2. Admission Form এ ব্যবহৃত Username ও Password ব্যবহার করে Student Login করে Admit Card download করা যাবে।